ওমানের সুর অঞ্চলের একটি সু প্রতিষ্ঠিত বাংলাদেশী মালিকানাধীন টেইলারিং কোম্পানিতে বেশকিছু ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। চাকরীর জন্য শুধুমাত্র ওমানে বসবাসরত প্রবাসীরাই আবেদন করতে পারবেন। ক্যাটাগরির মধ্যে রয়েছে:
১. হাতের এমব্রয়ডারি দুইজন।
২. কম্পিউটার এমব্রয়ডারি তিনজন।
৩. কোরশী হাতম্যান পদে সাতজন।
৪, পাথর বসানো পদে আট জন।
৫, সেলাই ম্যান পদে চারজন।
আরো পড়ুনঃ
ওমানে ফের লকডাউন!
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
সালালাহ বাঙ্গালি বাজারে পুলিশের অবৈধ উচ্ছেদ অভিযান
বেতন, থাকা, খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা জানতে 95990601 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। আবেদনকারীদের পতাকা/পাসপোর্টের ফটোকপি উল্লেখিত নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। সাথে কোন কাজের আগ্রহী তা উল্লেখ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















