ঢাকার মান্ডা এলাকায় আজ বৃহস্পতিবার ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনায় সারা শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাস্তায় ট্রাফিকে দায়িত্বরত এক শিক্ষার্থীকে অচেনা এক ব্যক্তি বিষাক্ত খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওতে শিক্ষার্থীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি অসহায় অবস্থায় রয়েছেন।
শিক্ষার্থীটি নিজে দাবি করেছেন যে, এক অচেনা ব্যক্তি তাকে বিরিয়ানি খেতে দিয়েছিল এবং সেই বিরিয়ানিতে বিষ ছিল। তিনি বিষাক্ত খাবারের প্যাকেটটিও দেখিয়েছেন।
এই ঘটনায় স্থানীয়রা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
