এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয় বলে একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে।
ওই কর্মকর্তার ভাষ্য, ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
যদিও এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, ৪ আগস্ট ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
