আগামী ১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হবে। এই সুযোগে বৈধতা লাভের জন্য দুবাইসহ বিভিন্ন এলাকার প্রবাসীরা পাসপোর্ট নবায়ন ও সংশোধনের জন্য বাংলাদেশ কনস্যুলেটে ভিড় করছেন।
দুবাই প্রবাসীরা অনেকেই দীর্ঘদিন ধরে ভিসা না থাকায় পাসপোর্ট নবায়ন করতে পারেননি। তারা আশা করছেন, কনস্যুলেট দ্রুত সময়ের মধ্যে তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করবে।
বাংলাদেশ কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমান জানিয়েছেন, সময় খুবই কম থাকায় প্রবাসীদের দ্রুত পাসপোর্টের কাজ সম্পন্ন করে নিতে হবে। তিনি আরও জানান, অবৈধভাবে থাকা প্রবাসীদের এই সুযোগ কাজে লাগিয়ে বৈধতা লাভ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে, পাসপোর্ট পাওয়ার বিষয়ে কিছুটা দ্বিধা রয়েছে। কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানিয়েছেন, সাধারণত পাসপোর্ট পাওয়ার জন্য এক থেকে দেড় মাস সময় লাগে। তবে, প্রবাসীদের সুবিধার্থে কনস্যুলেট সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তারা দ্রুত পাসপোর্ট পায়।
এদিকে, আমিরাতে গেলো ২০১৮ সালে সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি এই সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















