সাম্প্রতিক সময়ে ওমানে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক পরিচালক ড. অ্যাডেল আল ওহাইবি জানিয়েছেন, “দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে।
এভাবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া অবশ্যই আমাদের উদ্বেগের বিষয়। ধারণা করছি এভাবে বাড়তে থাকলে আগামী দুই দিনে ওমানে করোনা রোগীর সংখ্যা আবারও চূড়ান্ত পর্যায় পৌঁছাবে।”
তিনি আরো বলেন, “ওমানে করোনা মহামারি রোধে সুপ্রিম কমিটির নেওয়া সকল সামাজিক স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলা উচিত। বহিরাগতদের দেশে প্রবেশে আরো নিয়ন্ত্রণ করা দরকার। একইসাথে সকলকে সদিচ্ছায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণ বৃদ্ধি কোনো দেশের জন্যই সুফল নয়। তাই আমাদের দরকার কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা।”
আরো পড়ুনঃ
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
ওমানে আক্রান্ত উদ্বেগ ও ভীতি সৃষ্টি করছে: স্বাস্থ্যমন্ত্রী
মুসল্লিদের জুতা সাজিয়ে রেখেই প্রশান্তি পান এক অমুসলিম!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
হস্তান্তরের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ফাটল
এদিকে করোনা ভ্যাকসিন নিয়ে কোনো ধরণের গুজবে কান না দিতে ওমানের জনগণকে আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য-মন্ত্রণালয়। জনগণ ভ্যাকসিন সম্পর্কে সঠিক উৎস থেকে তথ্য পাচ্ছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “ভ্যাকসিনের বিষয়ে দেশের জনগণকে কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে হবে। সেগুলো হলো:-
১. কোনো ব্যক্তি টিকা নিতে চাইলে, তাকে দ্রুত স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেতে হবে।
২. প্রথম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হবে।
৩. ভ্যাকসিনের কাঙ্ক্ষিত প্রভাব দ্বিতীয় ডোজ গ্রহণের ৭ থেকে ১৪ দিন পরে শুরু হয়। তাই এই সময়ের ভিতর কোনো ব্যক্তি অসুস্থ হলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।
৪. ভ্যাকসিন গ্রহণ করার পর ব্যক্তিকে ৩০ মিনিট স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করতে হবে। কারণ এই সময়ের মধ্যে সেই ব্যক্তির ভ্যাকসিন গ্রহণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে বলে উল্লেখ করা হয়। সেইসাথে ভ্যাকসিন গ্রহণ করার পরেও সবাইকে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন: হাত ধোয়া, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা সহ সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
