নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্যাসের নতুন খনি আবিষ্কার হয়েছে।
আজ সোমবার (১২ আগস্ট) বেগমগঞ্জ-৪ নম্বর কূপের খনন কাজ শেষে এই সুখবর মিলেছে। কূপের চারটি জোনেই গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গত এপ্রিল থেকে এই কূপ খনন করে আসছিল।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এই কূপ থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এই প্রকল্পে বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিক কাজ করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
