সময়ে অসময়ে আলোচনা উঠলেই আসে বিমান বাংলাদেশের নাম। না এবার বিমানের কোনো দুর্নীতি কিংবা যান্ত্রিক ত্রুটি নয়, আলোচনার প্রসঙ্গ জয় বাংলা স্লোগান।
বাংলাদেশ বিমানের ভেতরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যাত্রী রেগে আগুন। কারণ বিমানের আরেক আরোহী ‘জয় বাংলা’ বলেছেন।
আর তা শুনেই তিনি এমন রুদ্রমূর্তি ধারণ করেছেন! যদিও পরে স্যরি বলার মাধ্যমে এর সমাধান হয়েছে।
বিমানের ভেতরের জয় বাংলা স্লোগান নিয়ে এমন কাণ্ডে চলছে আলোচনা সমালোচনা, কেউ বলছেন ‘জয় বাংলা’ কি কারোর বাপের দেওয়া স্লোগান? কোনো পারিবারিক নাকি ব্যক্তিগত স্লোগান? জয় বাংলা স্লোগান এই দেশের সবার।
কেউ আবার বলছেন, জয় বাংলার অপব্যবহারে মানুষ ভীষণ ক্ষুব্ধ। তাই যেখানে সেখানে এর ব্যবহার না করাই ভালো। সে যাইহোক, বিমানে যে আর ঝামেলা সামনে এগোয়নি, তাই স্বস্তির।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
