কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা, নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারী
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফের চোখ রাঙাচ্ছে মহামারী করোনা, ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেশটির করোনা পরিস্থিতি। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড় আক্রান্তের হার চারশ’র ওপরে। এ অবস্থায় কাতার প্রশাসন আবারও কঠোর বিধিনিষেধ জারি করায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জেল-জরিমানার হাত থেকে বাঁচতে তাই সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান প্রবাসীদের।
প্রবাসীরা জানান, এখানে আবারও করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কাতারে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭ হাজারের বেশি। আর দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন দুই শতাধিক। তবে এর মধ্যেই কাতারজুড়ে গণহারে চলছে করোনার টিকাদান কর্মসূচি।
করোনা নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া
করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। রোববার (৭-ফেব্রুয়ারি) দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটিই বলেছেন উদ্ভিদ ও শিল্পমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী।
আরো পড়ুনঃ ওমানের আক্রান্ত উদ্বেগ ও ভীতি সৃষ্টি করছে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, সরকার কোভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে।
এটি সফল হলে সরকার বিবেচনা করবে বিদেশি শ্রমিক নিয়োগে। তবে সবক্ষেত্রেই মালয়েশিয়ান কর্মীদের প্রাধান্য দেয়া হবে। সরকার কিছু সেক্টরে শূন্যপদ পূরণের জন্য অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে পুনরুদ্ধার কর্মসূচিও গ্রহণ করবে বলে জানান মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
