দেশে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রাম ও গনআন্দোলনের তোপে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার হাইকোট ঘেরাও কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। এ জন্য কার্জন হলের গেটে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে, হাইকোর্ট থেকে প্রধান বিচারপতির অপসারণের দাবিতে দুপুর ১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ শনিবার ১১টা ২০ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে এসে আল্টিমেটামের এ কর্মসূচি ঘোষণা দেন তিনি। যদি ১টার মধ্যে তিনি পদত্যাগ না করেন তবে তার বাসভবন ঘেরাও করা হবে বলেও জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
জানা গেছে, আজ সকালে অবিলম্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আল্টিমেটাম ও যেকোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
