রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট হওয়া শতাধিক আগ্নেয়াস্ত্র খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় এসব আগ্নেয়াস্ত্র ফেরত দেয়া হয়। গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতা পুলিশের শতাধিক অস্ত্র দখল করেছিল।
তবে কেনো অস্ত্রগুলো লুট করা হয়েছে এমন প্রশ্নের জবাবে এলাকাবাসীর অনেকে বলেছেন, সেদিন পুলিশবাহিনী এসব অস্ত্র দিয়ে সাধারণ ছাত্র-জনতার ওপর গুলি চালাতে পারে সেই আশঙ্কায় অস্ত্রগুলো লুট করা হয়েছিল।
এলাকাবাসী বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক তাই সেনাবাহিনীর হাতে অস্ত্রগুলো তুলে দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
