বিশ্বব্যাপী চলছে করোনার ভয়াবহ তাণ্ডব। মহামারীর দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই অনেক দেশ পুনরায় লকডাউন ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এই মহামারী নিয়ন্ত্রণে নিতে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পুনরায় সকল ধরণের খেলাধুলা থেকে শুরুকরে সভা সমাবেশ এমনকি বিবাহ অনুষ্ঠান পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৩দিনে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৬৩৩ জন। যা গত রবিবারের (৩১-জানুয়ারি) তুলনায় ৩৫ জন বেশি।
রবিবার (৭-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৬৭৪ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৯৮ জন। নতুন ২ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক ৯৪.১ শতাংশ।
আরো পড়ুনঃ ওমানের নতুন ভিসা ফি’র বিস্তারিত তথ্য
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১২০ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৪৩ জন।
গত ৩ দিনে নতুন সুস্থ হয়েছেন ৪৩২ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
