ওমানের সকল খাতে ওমানিকরণের দিকে বেশি মননিবেশ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের সচিব নসর আল হোসনী। আজ তার বরাত দিয়ে এই সঙ্গাব্দ প্রকাশ করেছে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যম।
এতে বলা হয়েছে, ওমানে প্রবাসীদের নিয়োগ ফি বৃদ্ধির ফলে দেশের স্থানীয় অর্থনীতি এবং বিদেশি বিনিয়োগে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। কারণ হিসেবে নসর আল হোসনী উল্লেখ করেন, ওমানে একজন প্রবাসী কর্মী নেওয়ার জন্য যে ফি বাড়ানো হয়েছে তা এখনো পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক কম।
প্রবাসী কর্মীদের ন্যূনতম মজুরি এবং তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত সুপারভাইজার, সিনিয়র কর্মী ও কারিগরি কর্মীদের নিয়োগে ফি বাড়ানোর বিষয়ে আমাদের সিদ্ধান্তটি ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি নিয়োগকর্তা নতুন ফি মেনে চলবে।
আল হোসনী আরো বলেন, “ওমানে প্রবাসীদের নিয়োগ ফি বাড়ানোর ফলে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পরবে না। যারা বলছেন নিয়োগ ফি দেশের অর্থনীতিতে খারাপ প্রভাব পরবে তাদের বলতে চাই, আগে সঠিক তথ্য জানুন।
কারণ আমরা এমন কোনো সিদ্ধান্ত নিবো না যা দেশের অর্থনীতিকে খারাপ করবে। একই সাথে এই সিদ্ধান্তটি বিনিয়োগকারীদের দেশে নিয়োগে বাড়াবে। আমাদের নবজাগরণের ৫০ বছর পূর্তিতে দেশের একাধিক ক্ষেত্র প্রচুর দক্ষ ও অভিজ্ঞ ওমানী কর্মী নিয়োগ করা হয়েছে।”
আরো পড়ুনঃ ওমানের এনওসি প্রথা বাতিল হওয়ায় কমবে মজুরি বৈষম্য
তিনি আরো বলেন, ওমানি কর্মীদের নিয়োগ আরো বাড়াতে হবে। বেসরকারি ও সরকারী উভয় ক্ষেত্রে এই নিয়োগের পরিমাণ বাড়াতে হবে। কারণ আমরা দেশের সকল খাতে ওমানিকরণের দিকে বেশি মননিবেশ করছি।
শ্রমসচিব জানান, প্রবাসীদের নিয়োগ ফি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রম মন্ত্রণালয় ও ওসিসিআইয়ের সর্বদা সমন্বয় ছিল। এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সরকার এবং অন্যান্য সংস্থাদের থেকে পরামর্শ গ্রহণ করেছি।
ওমানে প্রফিনাল ওষুধ বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি
উপসাগরীয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জুলফারের তৈরি “প্রফিনাল” বিতরণ স্থগিত করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওমানের স্বাস্থ্য-মন্ত্রণালয়। আজ (৪-ফেব্রুয়ারি) মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘প্রফিনাল ওষুধটি বন্ধ করতে হবে। না হয় এই রোগের বিকল্প চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে। প্রোফিনাল সাসপেনশন একটি পেডিয়াট্রিক ব্যথা-নিরাময়, জ্বর-হ্রাস এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি ওরাল ওষুধ।
বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানিয়েছে, “প্রফিনাল ওষুধটিতে সঠিক উপাদান নেই। প্রস্ততকারকের দ্রুত এই ওষুধ উৎপাদন বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় এজেন্ট যারা এই ওষুধটিতে খুচরা বিক্রেতা পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের এই ওষুধ বহন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
ওমানে অনৈতিক কাজ করার দায়ে ৬০ নারী গ্রেফতার
ওমানের মাস্কাটে অনৈতিক কাজ করার অপরাধে ৬০ জন মহিলাকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতায় ওমান পুলিশ তাদের আটক করেছে।
তাদের সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তবে আটককৃত মহিলারা কোন দেশের নাগরিক তা জানায়নি ওমান পুলিশ। আরওপি জানিয়েছে, ‘‘সুরক্ষা, শৃঙ্খলা ও জনসাধারণের নৈতিকতা বজায় রাখার জন্য অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ওমান পুলিশ। তাই সকল নাগরিকদের নৈতিকতা মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
