ওমানে ভয়ঙ্কর প্রতারণা নিয়ে প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে লোন পাওয়ার আশ্বাস দিয়ে ফিশিং লিংক ছড়িয়ে ফাঁদ পাতা হচ্ছে। যেখানে নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে।
তাই যে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে সবাইকে যাচাই করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান ও রয়্যাল ওমান পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ বলছে, প্রতারকরা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের নামে বিভিন্ন নথিপত্র তৈরি করে তা ফেজবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যেখানে অতি সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার অফার দেখিয়ে তথ্য চাওয়া হয়।
একবার জিজ্ঞাসিত তথ্য দিয়ে দিলেই প্রতারক দল সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়। সবশেষ এসকল বিষয়ে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
