ওমানে বইছে অসহনীয় তাপপ্রবাহ। তাই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। গত মাসের শুরু থেকে কার্যকর হওয়া বাধ্যতামূলক মধ্যাহ্নবিরতির নির্দেশ না মানায় শতাধিক কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, তাপমাত্রা বাড়ার পর গত এক মাসে রাজধানীর আশপাশের ১৪৩ টি যায়গা পরিদর্শন করে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। এরমধ্যে আইন না মানায় ৫০টি কোম্পানিকে জরিমানার আওতায় আনা হয়। এর বাইরে উত্তর আল বাতিনাহ, আল দাখিলিয়া, ধাহিরাহ, ধোফার এবং মুসান্দামেও অভিযান পরিচালিত হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এর আগে দেশটির শ্রম মন্ত্রণালয় জানায়, দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কড়া রোদ বা ভরদুপুরে ‘নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে’ শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ।
নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি। এই আইনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে ৫০০ রিয়াল জরিমানা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
