পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ দেয় সরকার। আর সেই টাকা ব্যাংক থেকে তুলে স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালালেন ১১ তরুণী।
ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে এ ঘটনা ঘটে। আবাসন প্রকল্পের সেই টাকা নিয়ে ‘উধাও’ হওয়ায় এরই মধ্যে সেসব তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তাদের স্বামীরা।
জানা গেছে, মহারাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামের ২ হাজার ৩৫০ জন সরকারের আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তির ৪০ হাজার টাকা পান। আর সেই টাকা পাওয়ার পরে তা হাতিয়ে নিয়ে বাড়ি ছাড়েন কমপক্ষে ১১ জন গৃহবধূ।
অভিযোগ উঠেছে, সবাই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। ঘটনাটি জানাজানি হলে পরে স্থানীয় প্রশাসন ওই জেলায় সরকারের বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে সরকারিভাবে কেউই মুখ খোলেননি।
উল্লেখ্য, ভারতে আবাসন প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার পাকা বাড়ি নির্মাণের আর্থিক সুবিধা পায়। কেন্দ্রীয় সরকারের থেকে এ টাকা পায় তারা। আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদি সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
