সন্ত্রাসবাদের অভিযোগে ৫৩ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আপিল আদালত। এমিরেটস নিউজ এজেন্সির বরাতে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এতে বলা হয়, দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা সকলেই মিশরের ইসলামপন্থি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংযুক্ত রয়েছে।
অভিযুক্তদের সকলকেই বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে আদালত। বিশেষ করে ওই ৫৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করা হয়েছে।
আরব আমিরাতে সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতা ও অর্থায়নের দায়ে ৪৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৫ জনকে ১০ বছর ও অন্য ৫ জনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর পাশাপাশি মুসলিম ব্রাদারহুডকে অর্থায়নের দায়ে আরব আমিরাতের প্রায় ছয়টি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রায় ২ কোটি দিরহাম জরিমানা করেছে আদালত।
এছাড়া ওই প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আমিরাতের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদলত। পরে সেখানে ৯৪ জন দোষী সাব্যস্ত হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
