ট্রাউজারে করে শতাধিক জীবন্ত সাপ পাচারের সময় চীনে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চীনের কাস্টমস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবক আধা-স্বায়ত্বশাসিত হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন।

বিবৃতিতে দেশটির কাস্টমস বলেছে, তল্লাশির পর যুবকের ট্রাউজারের পকেটে দুটি ব্যাগ পাওয়া যায়। এগুলো স্কচটেপ দিয়ে আটকানো ছিল। যখন ব্যাগগুলো খোলা হয় তখন এটির ভেতর বিভিন্ন জাতের, আকৃতির ও বর্ণের জীবন্ত সাপ পাওয়া যায়।
বিবৃতিতে কাস্টমস কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সব মিলিয়ে ১০৪টি সাপ উদ্ধার করেছেন কর্মকর্তারা। যার মধ্যে দুধের সাপ এবং ভুট্টার সাপও ছিল। যেগুলো চীনে পাওয়া যায় না।
বিশ্বে সাপ পশুপাখি পাচারের অন্যতম বড় হাব হলো চীন। তবে সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে দেশটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















