ওমানে শুরু হয়েছে খারিফ মৌসুম। প্রকৃতির মোহে ধীরে ধীরে সালালায় পর্যটক ভিড় করতে শুরু করেছেন।
আনুষ্ঠানিকভাবে চলতি বছরের খারিফ মৌসুম শুরু হয় জুনের ২০ তারিখে, যা স্থায়ী হবে পরবর্তী ৯০ দিন বা সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত।
ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ড. আহমেদ মহসেন আল ঘাসসানি বলেছেন, বিদায়ী বছরের খারিফ মৌসুমে ৯ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে।
এ বছরের প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
