দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নিখোঁজের ২২ বছর পর এক মার্কিন পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতের বরফ গলে তার মরদেহ উন্মুক্ত হয়।
২০০২ সালে পর্বতে ঘুরতে গিয়ে তুষারপাতে নিখোঁজ হন ৫৯ বছর বয়সী উইলিয়াম স্টাম্পফল। সোমবার (৮ জুলাই) পেরুর পুলিশের বরাতে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানায়।
৬ হাজার ৭০০ মিটার উচ্চতার পেরুর হুয়াস্কারান পর্বতে আরোহণকারী দলের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হন তিনি। সে সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পেরুভিয়ান পুলিশ জানিয়েছে, পর্বতের চূড়া কর্ডিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে অবশেষে তার দেহাবশেষ উন্মোচিত হয়েছে।
পুলিশের দেওয়া ছবিতে দেখা গেছে, ঠান্ডার মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, তার পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে।
স্টাম্পফলের পাসপোর্ট তার সঙ্গেই পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ।
পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। এ কারণে বিশ্বের পর্বতারোহীদের কাছে এটি বেশ আকর্ষণীয় জায়গা।
সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত মাসে সেখান থেকে ইতালির নাগরিক এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়েছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
