আড়ি পাতা থাকতে পারে আপনার ফোনেও। ফলে চাইলেই হ্যাকাররা জানতে পারে গোপন সব তথ্য। কোনো ব্যক্তি আড়ি পাতছেন কিনা, তা স্মার্ট ডিভাইস ব্যবহারকারী বুঝতেও পারেন না অনেক সময়।
একবার ফোন হ্যাক হলে সব কথাবার্তা চলে যায় স্ক্যামারদের নিয়ন্ত্রণে। আবার ব্যাংকিংবিষয়ক তথ্য হাতিয়ে স্ক্যামাররা অ্যাকাউন্ট খালিও করে দিতে পারে। তাহলে উপায়?
হ্যাঁ, উপায় আছে। ফোনের কলবুকে গিয়ে ডায়াল করতে হবে (*#61#) নম্বর। এতে কল ফরওয়ার্ড বিষয়ক সব তথ্যই দৃশ্যমান হয়ে ভেসে উঠবে পপ আপে।
জানতে পারবেন কোন কোন বিষয় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কলের মতো মেসেজ আর ডেটাও কিন্তু ফরওয়ার্ড হওয়ার শঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে, আপনি বিভিন্ন কোড ডায়াল করে দেখতে পারেন। যেগুলো ফোন ট্র্যাকিং করা হলে সম্ভাব্য কিছু প্রতিক্রিয়া দেখাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
