প্রযুক্তিগত সমস্যার কারণে ওমানের শ্রম মন্ত্রণালয়ের অনলাইন পরিষেবাদি স্থগিত ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ত্রুটির কারণে বর্তমানে মন্ত্রণালয়ের সকল ধরণের অনলাইন কাজ স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় দ্রুত ত্রুটি সমাধানের কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুতই আবার অনলাইন সেবা শুরু করবে মন্ত্রণালয়।”
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
উল্লেখ্যঃ গত কয়েকদিন যাবত এই সমস্যার কারনে অনলাইনে আউটপাশের রেজিস্ট্রেশন সহ অন্যান্য অনলাইন সেবা গ্রহণ করতে পারছেন না বলে প্রবাস টাইমকে জানিয়েছেন একাধিক ওমান প্রবাসী। এ ব্যাপারে ওমানের শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানাগেছে, খুব দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করছে ওমানের শ্রম মন্ত্রণালয়, এ ব্যাপারে প্রবাসীদের উদ্বিগ্ন না হতে অনুরোধ জানানো হয়েছে।
https://www.youtube.com/watch?v=9L0WfEnlQig&t=1s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















