কনস্যুলার সেবা পৌঁছে দিতে জুলাই মাসেও ওমান প্রবাসীদের দুয়ারে যাবে দূতাবাস। মঙ্গলবার দূতালয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুলাই মাসের সম্ভাব্য ভ্রমণসূচি জানানো হয়েছে।
সে মোতাবেক আগামী ১২ ও ১৩ জুলাই ইব্রিতে, ১৮ থেকে ২০ জুলাই সালালায় এবং ২৬ ও ২৭ জুলাই বুরাইমিতে যাবে দূতাবাসের ভ্রাম্যমান টিম।
এসময় ইব্রির ক্যাসল হোটেলে, সালালার হোটেল ইউনাইটেড ড্রিমস-টুয়েলভ ও বুরাইমির বাওয়াদি হোটেল অ্যাপার্টমেন্টে সেবা নিতে পারবেন প্রবাসীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের সেবা পর্বে ই পাসপোর্ট আবেদন গ্রহণ, প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ, এম আর পি নবায়ন, রিইস্যু, এবং নতুন আবেদন গ্রহণের পাশাপাশি জন্ম নিবন্ধন – ডকুমেন্ট সত্যায়নসহ অন্যান্য কনস্যুলার সেবা দেওয়া হবে।
সেবার জন্য যাতে কাজের ক্ষতি করে দূতাবাসে আসতে না হয় সেলক্ষ্যে প্রবাসীদের দুয়ারে গিয়ে সেবা দিবেন কর্মকর্তারা।
এমআরপি পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পুরাতন পাসপোর্ট এবং রেসিডেন্স আইডির কপি নিয়ে সেবা গ্রহীতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে।
আর ই পাসপোর্টের জন্য অনলাইন আবেদনের কপি, জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন এবং পূর্বের এম আর পি ও সিভিল আইডির প্রয়োজন হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
