আবারও যাত্রীবান্ধব এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে ওমানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ার। ‘মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন স্টাফ’ ক্যাটাগরিতে ৭ম বারের মত সম্মাননা পেয়েছে সংস্থাটি।
সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কাইট্র্যাক্স। সেখানে উপস্থিত হয়ে বিশেষ এই সম্মাননা গ্রহণ করেন ওমান এয়ারের প্রধান নির্বাহী কন কর্ফিয়াটিস।
যারা আকাশপথে সবচেয়ে কম খরচে ভ্রমণ করতে চান, তাদের জন্যও উপযুক্ত এয়ারলাইনসের নাম প্রকাশ করা হয়েছে। স্কাইট্র্যাক্স’র দেওয়া সেই সাশ্রয়ী এয়ারলাইনসগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে এয়ার এশিয়া।
আর চলতি বছরের জন্য বিশ্বের সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে কাতার এয়ারওয়েজ। সেরার স্বীকৃতি দেওয়ার কারণ হিসেবে এয়ারলাইনসটির আধুনিক বহরে যাত্রীদের গুণগত সেবা দেওয়ার কথা বলা হয়েছে। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেল কাতার এয়ারওয়েজ।
‘ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ড’ প্রদানে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স।
অনুষ্ঠানে এয়ারলাইনসগুলোর নির্বাহী ও কেবিন ক্রুরা অংশ নেন। এ বছর সেরা এয়ারলাইনসের তালিকায় কাতার এয়ারওয়েজ ছাড়া শীর্ষ দশে সিঙ্গাপুর এয়ারলাইনস এবং এমিরেটস যায়গা ধরে রেখেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
