বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শীর্ষ খাত রেমিট্যান্স। আর রেমিট্যান্সের বড় একটি অংশ আসে পারস্য উপসাগরের প্রান্তে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী আরব দেশ কুয়েত থেকে। কুয়েতে বর্তমানে তিন লাখের উপর প্রবাসী বাংলাদেশির বসবাস। তারা তাদের আয়ের বড় অংশ পাঠান রেমিট্যান্স পাঠানোর বৈধ মাধ্যম ব্যাংকিং চ্যানেলে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১০ মাসে দেশে বৈধ মাধ্যম ব্যাংকিং চ্যানেলে কুয়েত থেকে রেমিট্যান্স ঢুকেছে ১৪৫ কোটি ৮৮ লাখ ১০ মার্কিন ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ১৫৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ গত এক বছরে প্রায় ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৯ মার্কিন ডলার কুয়েত থেকে রেমিট্যান্স প্রবাহ কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, কুয়েত রেমিট্যান্স উপার্জনকারী দেশ হিসেবে বাংলাদেশের জন্য ৫ম স্থানে অবস্থান করছে। দেশটিতে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৪ বাংলাদেশি প্রবাসীর বসবাস। তাদের মধ্যে গত ১০ মাসে রেমিট্যান্স এসেছে ১৪৫ কোটি ৮৮ লাখ ১০ মার্কিন ডলার।
অন্যদিকে, বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি রেমিট্যান্স উপার্জনকারী দেশ হিসেবে বাংলাদেশের জন্য ১ম স্থানে অবস্থান করছে। আমিরাত থেকে বাংলাদেশি প্রবাসীরা গত ১০ মাসে রেমিট্যান্স পাঠিয়েছে ৪২৯ কোটি ৬৬ লাখ ৪ মার্কিন ডলার।
এদিকে, কুয়েত থেকে রেমিট্যান্স প্রবাহ কমানোর পেছনে বিশেষজ্ঞরা চোরাচালান করা অর্থ বৈধ করার জন্য রেমিট্যান্স আকারে ফেরত আসছে কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন।
প্রবাসী কমিউনিটির নেতারা মনে করছেন, প্রবাসীদের ন্যায্য অধিকার এয়ারপোর্টে সম্মানজনক আচরণ, এয়ার টিকিটের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ প্রবাসীদের যাবতীয় সমস্যা নিয়ে যতক্ষণ সমুন্নত না করা হবে, ততক্ষণ প্রবাসীরা সন্তুষ্টচিত্তে রেমিট্যান্স পাঠাবে না। গত এক বছরে রেমিট্যান্স প্রবাহ কমার এটা একটা প্রধানতম কারণ বলে মনে করা হচ্ছে।
তুলনামূলক সহজলভ্য ও লাভজনক হওয়ায় প্রবাসীদের বড় একটি অংশ ঝুঁকছে অনিরাপদ ও অবৈধ হুন্ডিতে, যার ফলে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছে কুয়েতের মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো।
এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা সংস্থা কুয়েতের সভাপতি আ ক ম আজাদ বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ডলার মূল্যের বৈষম্য ও হুন্ডির সঙ্গে ব্যাংকিং চ্যানেলের মূল্য তারতম্যের কারণে রেমিট্যান্স প্রবাহকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। সরকার দ্রুত পদক্ষেপ নিলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বৃদ্ধি পাবে।
চলতি বছরের মে মাস থেকে দিনারের বিপরীতে টাকার মূল্য বৃদ্ধি পেতে থাকে। মঙ্গলবার (২৫ জুন) এক কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান দাঁড়িয়েছে ৩৮৬ টাকা ৩৭ পয়সা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
