করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা আজ আর আগের মতো নেই। তাই বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি শ্রমিকের চাপ কমানোর চেষ্টা করছে। একই অবস্থা ওমানেও।
দেশটি প্রবাসী কর্মীদের চাপ কমাতে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত জরিমানা ছাড়া স্থায়ীভাবে ওমান ত্যাগের সুযোগ দিয়েছে। এই সুযোগ গ্রহণ করতে এখন পর্যন্ত ৫৮ হাজার প্রবাসী দেশটির শ্রম মন্ত্রণালয়ে আবেদন করেছে।
করোনাভাইরাস ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ও সুপ্রিম কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও প্রবাসী শ্রমিকদের স্থায়ী দেশ ত্যাগের সুবিধার্থে এই উদ্যোগ নেয় ওমান সরকার।
শ্রম মন্ত্রণালয়ের শ্রমকল্যাণ মহাপরিচালক সেলিম সাইদ আল বদি বলেন, ‘‘মন্ত্রণালয় একটি নির্দিষ্ট সময় ঘোষণা করেছে। এই সময়ে প্রবাসী শ্রমিকদের দেশ ছেড়ে যেতে কোনো প্রকার জরিমানা নেওয়া হবে না।
আরো পড়ুনঃ ওমানের কিংবদন্তি সুলতান কাবুস
এই মেয়াদ আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই যারা এই মেয়াদে সরকারের অনুগ্রহমূলক সিদ্ধান্ত গ্রহণে ইচ্ছুক, তারা অনেক লাভবান হবেন। তিনি আরো জানান, এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার প্রবাসী এই সুযোগ গ্রহণে আবেদন করেছেন।
যার মধ্যে ১২ হাজার ৩৭৮ জন ইতিমধ্যে ওমান ছেড়ে স্থায়ীভাবে নিজ দেশে চলে গিয়েছেন। তিনি আরও বলেন, বেসরকারি খাতে শ্রমবাজার নিয়ন্ত্রণ করতে মন্ত্রণালয় কঠোর পরিশ্রম করছে। শ্রম আইনের বিধান এবং মন্ত্রীপরিষদের সিদ্ধান্তের প্রতি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি জানার জন্য মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শন করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
