এবছরও বিশ্বে শূন্য সন্ত্রাসবাদের রেটিং অর্জন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান। টানা অষ্টমবারের মতো এই সাফল্য অর্জন করলো ওমান। আজ দেশটির পুলিশ দিবস উপলক্ষে এই তথ্য জানায় রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের জারী করা রেটিং অনুযায়ী গত ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ওমান সন্ত্রাসবাদে শূন্য রেটিং পেয়ে আসছে।
এই অর্জনটি ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের বলে উল্লেখ করেছে আরওপি। মূলত দেশটির সামাজিক মূল্যবোধ এবং দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক উন্নয়নের কারণেই বারবার সন্ত্রাসবাদে শূন্যে রেকর্ড করে যাচ্ছে ওমান।
আরওপি জানিয়েছে, “রয়্যাল ওমান পুলিশ ওমান জুড়ে ছড়িয়ে থাকা পুলিশ স্টেশনগুলির মাধ্যমে ট্র্যাফিক, পাসপোর্ট, বাসস্থান এবং নাগরিক স্ট্যাটাস পরিষেবা সরবরাহ করে থাকে।
এছাড়াও পুলিশের বিশেষ মিশন ইউনিট যে কোনো ধরনের জরুরি অবস্থায় নিজেদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে আসছে। এই প্রচেষ্টাগুলিকে আরো জোরদার করতে রয়্যাল ওমান পুলিশ বিভিন্ন সরকারী ও বেসরকারি খাতের সাথে সহযোগিতা করছে এবং সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের সাথে সমন্বয় করে এবং সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াচ্ছে।
আরো পড়ুনঃ নিয়ন্ত্রণের বাইরে করোনা, দেশে দেশে ফের লকডাউন
প্রতিবেদনে সুলতান কাবুস একাডেমী ফর পুলিশ সায়েন্সেস, অফিসার ট্রেনিং ইন্সটিটিউট এবং বিভিন্ন রয়্যাল ওমান পুলিশ ইউনিটের প্রশিক্ষণ বিভাগগুলিতে প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ ক্যাডেটদের সর্বশেষ প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচি এবং তাদের ব্যবহারিক প্রয়োগগুলির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।
যেখানে বলা হয়েছে, দেশটির পুলিশ কর্মীদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। নাগরিকত্বের ভিত্তি ও আইন প্রতিষ্ঠার জন্য পুলিশ ও সমাজের মধ্যে সম্পর্ক অনেক উন্নত। একই সাথে দেশটির নাগরিকদের সামাজিক মূল্যবোধ অনেক ভালো বলেও উল্লেখ করা হয় এই রেটিংয়ে।
আরো পড়ুনঃ আউটপাশের মেয়াদ বাড়ালো ওমান
আরওপি আরো জানিয়েছে, দেশটিকে সন্ত্রাসমুক্ত করতে তাদের সাধ্যমতে কাজ চালিয়ে যাবে। দেশের সুরক্ষা ও স্থিতিশীলতার সাফল্য নিয়ে আসতে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করবেন তারা। একই সাথে রয়্যাল ওমান পুলিশের দৃষ্টিভঙ্গি আরো আধুনিক করতে এবং পুলিশ বিভাগকে আরো আধুনিক হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
