ফের বাংলাদেশি কর্মীদের জন্য নিয়মিত হচ্ছে ওমানের শ্রমবাজার। দেশটি ১২ ক্যাটাগরিতে লোক নেবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
মন্ত্রী জানান, ওমানে অবৈধ আছেন এমন ৯৬ হাজার কর্মীকেও জরিমানা ছাড়াই বৈধ করবে দেশটির সরকার।
জানা গেছে, ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি।
কেবল বিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত, শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন। তাই অদক্ষ শ্রমিকদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে।
এদিকে, দুবাই ও কাতারে আবারো শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে।
এর মধ্যে ৪শ কর্মী চলে গেছে। ৫শ কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে। কাতারের শ্রমবাজারও শিগগির খুলে দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
