ওমান সুলতানের নির্দেশে সরকারি -বেসরকারি সকল কর্মীদের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে কেবল এই পাঁচ দিন নয় কর্মীরা এবার ছুটি পাচ্ছেন ৯ দিন। কার্যত ছুটি ১৪ই জুন থেকে শুরু হবে, আর শেষ হবে ২৩ই জুন। এর পরদিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা।
আগামী ১৭ ই জুন সোমবার ওমানে ঈদুল আজহার প্রথম দিন। যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে। তবে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঈদের ছুটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তবে এই ছুটির আগের ও পরের শুক্র শনি মিলিয়ে আরও ৪ দিন ছুটি পাওয়া যাবে। ফলে কর্মীরা এবার ৯ দিনের লম্বা ছুটিই পেতে যাচ্ছেন।
মুসলমানদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। বাংলাদেশে যা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজাহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা।
এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে বা জবাই দেন। যা মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালামের সময়কালে শুরু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
