মধ্যপ্রাচ্যর সৌদি আরবে শুরু হতে যাওয়া হজের আগে মক্কা থেকে তিন লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। গত শনিবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইসলামের পাঁচ স্তম্ভের একটি এই বার্ষিক হজ। প্রতি বছর হজ অনুষ্ঠানের সময় ভিড় ব্যবস্থাপনা একটি প্রধান উদ্বেগের বিষয়। সৌদির সরকারী পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ পালন করেছেন।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে এক লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশিকে সরিয়ে নেয়া হয়েছে।
এসব বিদেশি নাগরিক হজ পালনের জন্য প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরবে এসেছেন।
এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরও এক লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে আটক করেছে, যারা সেখানে অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিটও নেই।
এবার ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। সৌদি আরবের মক্কা নগরী এবং এর আশেপাশে অন্তত চারদিন ধরে ধর্মীয় রীতি অনুযায়ী ধারাবাহিক সম্পন্ন হবে হজের আচার-অনুষ্ঠান।
হজ পালনের জন্য অনেকে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে না এসেই বিকল্পভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় কারণ আনুষ্ঠানিক পারমিট এবং ভ্রমণ প্যাকেজগুলো অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে হজের মৌসুমে।
এদিকে, মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ার এক্স পোস্টে জানিয়েছে, গত শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য মক্কায় পৌঁছেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
