ওমানের সাহামে কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। শুক্র ও শনিবার বাংলাদেশ স্কুল সাহামে দূতাবাসের রওশন আরা পলি, থোইং এ, আসাদুল হক, মাসুদ রানা এবং নজরুল আলম চৌধুরীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিম সেবা কার্যক্রম পরিচালনা করে।
এসময় প্রবাসীদের ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, এম আর পি রিইস্যু ও নতুন আবেদন, জন্ম সনদ এবং আইনি সহায়তাসহ অন্যান্য কনস্যুলার সেবা দেয়া হয়।
আর ঘরের কাছে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। তবে ভোগান্তি বাড়িয়েছে তীব্র গরম। এছাড়া সেবা নিয়ে কেউ কেউ অভিযোগও জানিয়েছেন।
সেবা কার্যক্রম আরও নির্বিঘ্ন করতে ভূমিকা রাখেন স্কুল সংশ্লিষ্টরা। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, অর্থ বিভাগের পরিচালক আবুবকর সিদ্দিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানে আলমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে প্রবাসীদের সেবা গ্রহণে সার্বিক সহযোগিতা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
