১৬টি বছর প্রবাস জীবন কাটান চাঁদপুরের ফরিদগঞ্জের আব্দুল কুদ্দুস পাটওয়ারী। তিলে তিলে জমানো টাকায় গরুর খামার গড়েছিলেন তিনি। ৪০ থেকে ৪৫ কেজি গরুর দুধ বিক্রি করে ভালোই চলছিল তার সংসার।
তবে হঠাৎ যেন জীবন-জীবিকার ছন্দপতন। এক রাতেই সর্বস্বান্ত হয়ে যান কুদ্দুস। রোববার (২ জুন) রাতে তার খামারে থাকা ১৪টি গরুই চুরি হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, চুরি হওয়ার দিন চাঁদপুরের ফরিদগঞ্জে খামারের পাশেই স্থানীয় ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিল স্থানীয় যুবকদের বিরিয়ানি পার্টি। পার্টি শেষ হলে সবাই যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন।
এরপরই চোর চক্রের সদস্যরা গরুর মালিকের ঘরের দরজায় বাইরে থেকে আটকে দিয়ে খামারের তালা ভেঙে ১৪টি গরু নিয়ে যায়। পরে কুদ্দুস পাটওয়ারী থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী কুদ্দুস পাটওয়ারী জানান, ১৬ বছর কুয়েত থাকার পর নিজের জমানো সব টাকা দিয়ে খামারটি গড়ে তোলেন তিনি। খামারের গরু থেকে পাওয়া দুধ বিক্রি করে সংসার ভালোই চলছিল।
চুরি হওয়ার একদিন আগেও ৬ লাখ টাকা দিয়ে বড় আকারেট দুটি গরু কিনেছিলেন। তার খামারে প্রায় ২৫ লাখ টাকার গরু ছিলো। সব গরু চুরি হয়ে যাওয়াতে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন।
এদিকে, ফরিদগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমান জানান, গরু চুরির ঘটনায় জড়িতদের আটক এবং গরু উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
