মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দিনদিন কমছে করোনা সংক্রমণ এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। মঙ্গলবার (২৯-ডিসেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৭০ জন। যা গতকালের তুলনায় ১৯ জন কম।
সেইসাথে সুস্থ হয়েছে আজ ১৭৪ জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৩৩ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৫৬ জন। যা মোট আক্রান্তের ৯৪.৩ শতাংশ রোগী এখন সুস্থ। দেশটিতে আজ নতুন মৃতের সংখ্যা ২ জন সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮৫ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৩৬ জন। গত দুইদিনে দেশটিতে প্রায় ১৮০০ মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানিয়েছে, গত দুই দিনে ওমানের প্রথম সারির স্বাস্থ্যকর্মী কর্মী, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৭১৭ জন ব্যক্তিকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
এদিকে বাংলাদেশে আজ করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৭ হাজার। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫০৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১১ হাজার ২৬১ জন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে আরো কড়াকড়ি আরোপ করলো ওমান
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮১ হাজার ৪৪২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
