চট্টগ্রামে এক নারীর খপ্পরে পড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রবাসী। ওই প্রবাসীর কাছে থেকে আইফোন ও মোটা অংকের বিদেশি নোট ছিনিয়ে নেওয়া হয়।
পরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মো. ইমরান নামে একজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।
পুলিশ বলছে, ভুক্তভোগী একজন প্রবাসী। প্রবাসে থাকাকালীন ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। ভুক্তভোগীকে ওই নারী বিদেশ থেকে কিছু কসমেটিক আনতে বলেন।
তিনি গত ১৫মে বাংলাদেশে আসেন। পরে ওই নারী তাকে দেখা করতে বলেন। শুক্রবার দেখা করতে গেলে ওই নারী প্রবাসীকে গাড়িতে তুলে জিএম বাংলো পাহাড়ের উপরে নিয়ে যান।
এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭-৮ জন ছেলে ওই ব্যক্তিকে ঘেরাও করেন। সাথের প্রতারক নারীও ছিনতাইকারীদের দলে যোগ দেন।
পরে প্রবাসীকে পাহাড়ের উপর আটকে রেখে একটি আইফোন, একটি স্মার্ট ওয়াচ, ১৫শ দিরহাম, ১১ হাজার ইন্দোনেশিয়ান রুপি, নগদ ৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন নিয়ে নেয় ছিনতাইকারীরা।
পরে তার বিকাশে থাকা ৩২ হাজার ১৯০ টাকাও তুলে নেয়। এঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
