বিদেশগামী বাংলাদেশি বা বিদেশি যাত্রীদের করোনামুক্ত সনদ দেওয়ার জন্য ঢাকা ও ঢাকার বাইরে আরও ২১টি ল্যাবকে করোনা টেস্টের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, করোনামুক্ত সনদ দেওয়ার জন্য সারা দেশে ১৯টি হাসপাতাল বা প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত হাসপাতালগুলো হলো-
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার,
ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ),
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিব অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতাল।
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ,
চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফ্যাকশাস ডিজিস,
কক্সবাজার মেডিকেল কলেজ,
কুমিল্লা মেডিকেল কলেজ,
খুলনা মেডিকেল কলেজ,
আরো পড়ুনঃ করোনা মোকাবেলায় ওমানের থেকেও এগিয়ে বাংলাদেশ
কুষ্টিয়া মেডিকেল কলেজ,
ময়মনসিংহ মেডিকেল কলেজ,
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,
রাজশাহী মেডিকেল কলেজ,
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,
রংপুর মেডিকেল কলেজ,
আরো পড়ুনঃ প্রবাসীদের জন্য কোভিড পরীক্ষার সরকার নির্ধারিত ১৬ টি প্রতিষ্ঠান
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ,
নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ,
চট্টগ্রাম মেডিকেল কলেজ।
আর বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকদের কোভিড-১৯ মুক্ত সনদ দেবে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
