মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে দেশভিত্তিক চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আরব আমিরাতের দুবাইয়ে গেল শনিবার (২৫ এপ্রিল) পাঁচ তারকা হোটেল হায়াত রিজেন্সিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।
প্রতিমন্ত্রী জানান, কাজের জন্য যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে, সে দেশে সে ধরনের প্রবাসী শ্রমিক পাঠানো হবে। আমরা চাহিদা অনুযায়ী বা দেশভিত্তিক দক্ষ জনবল প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে।
আরব আমিরাতের যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিক আমদানি করে, তাদের মধ্যে প্রথম সারির ১৬টি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তাদের সাথে সাক্ষাৎকারে জানতে চান, ঠিক কী ধরনের দক্ষ শ্রমিক তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশি প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য কী কী করণীয়, সেসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় বেশিরভাগ কোম্পানি ভিসা প্রসেসিং নিয়ে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন। ভাষা দক্ষতা ও আইটি দক্ষতার উন্নয়ন দরকার বলেও জানায় কোম্পানিগুলো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই ইস্যুগুলো সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান।
এর আগে, প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে আরও অধিক সংখ্যক প্রবাসী শ্রমিক নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে অদক্ষ জনশক্তি ভিসা চালুর ব্যাপারে ইউএই সরকারের সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
এ সময় মতবিনিময় সভায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং কনস্যুলেটের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
