ওমানে বেকারত্ব এবং মানসিক চাপ থেকে বাড়ছে বাংলাদেশিদের মৃতের সংখ্যা। কেবল গত পাঁচ মাসে বিভিন্ন কারণে অন্তত ২০৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত প্রবাসীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭১ জন, সড়ক ও ওয়ার্ক সাইট দুর্ঘটনায় ৪৭ জন এবং আত্মহত্যার ঘটনায় আরও ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাকিদের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে।
সংশ্লিষ্টরা এসব মৃত্যুর কারণ হিসেবে টাকা উপার্জনে মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাকে দায়ী করছেন।
গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে জানুয়ারি মাসে। এছাড়া ফেব্রুয়ারিতে ৪০ জন, মার্চে ৩৭ জন এবং সর্বশেষ মাস এপ্রিলে মৃত্যু হয়েছে ৪৪ জন প্রবাসীর।
এরমধ্যে আলাদা করে আশঙ্কা বাড়াচ্ছে প্রবাসীদের আত্মহত্যার ঘটনা, ধার করে বিদেশ যাওয়ায় অতিরিক্ত অর্থ উপার্জনের চাপকেই এজন্য দায়ী করা হচ্ছে।
প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন বেশ কয়েকটি সংগঠন জানায়, গত চার বছরে যত প্রবাসীর লাশ এসেছে, তাদের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়েছে আকস্মিকভাবে।
তাই অবৈধ অভিবাসন বন্ধ হওয়াসহ প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো উচিৎ বলে মনে করেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
