অবশেষে ওমান এসে পৌঁছেছে ফাইজার বায়োএনটেক এর তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান। বৃহস্পতিবার ডিএইচএল এর একটি কার্গো বিমানের মাধ্যমে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় এই চালান। আজকের এই চালানে মোট ১৫ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন এসেছে এবং আরো ২৮ হাজার ডোজ ভ্যাকসিন জানুয়ারিতে আসবে বলে নিশ্চিত করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগামী রবিবার থেকেই এই টিকা দেওয়া শুরু হবে বলে জানাগেছে। ভ্যাকসিন প্রদানে দেশটির প্রথম সারির স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘদিন রোগে ভুগছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
আরো পড়ুনঃ দেবরের পুরুষাঙ্গ কাটায় রিমান্ডে ভাবি
এদিকে করোনা ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই জরিপ শুরু করেছে ওমান। করোনা ভ্যাকসিন সম্পর্কে জনসচেতনতা তৈরি, ভ্যাকসিন সম্পর্কিত সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি জানতে একটি জরিপ চালাচ্ছে ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র (এনসিএসআই)।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিটাল জেনারেল ডিজিজেট সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোলের সহযোগিতায় এনসিএসআই গত ১৫ই ডিসেম্বর থেকে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই জরিপ চালাবে। এই জরিপে দেশটিতে অবস্থিত ১৮ বছর বা তার বেশি নাগরিকরা অংশগ্রহণ করতে পারবে।
আরো পড়ুনঃ ৭ দিন পরেই ওমানে নতুন আইন কার্যকর
জরিপের প্রধান লক্ষ্য হলো ভ্যাকসিনের সুরক্ষা সম্পর্কে সাধারণ নাগরিকের দৃষ্টিভঙ্গি, করোনা রোধে সাধারণ মানুষের বিশ্বাস, করোনা রোগীদের এই ভ্যাকসিন গ্রহণ করার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে মতামত, ভ্যাকসিনের প্রভাব এবং প্রয়োজনীয়তা পরিমাণ করা।
জরিপে অংশ নিয়ে নাগরিক ও প্রবাসীরা ভ্যাকসিন সম্পর্কে তাদের বিভিন্ন মতামত দিবে। জরিপটি মহামারী সম্পর্কে জনসচেতনতা তৈরি, করোনার লক্ষণ নির্ণয়, সংক্রমণের পদ্ধতি, সংক্রামিত হলে সঠিক চিকিৎসা এবং ভ্যাকসিন সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে সাহায্য করবে বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
