বঙ্গপোসাগরে সৃষ্ট যে লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী ২৬ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে তার নামকরণ করেছে ওমান। দেশটির দেওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘রেমাল’।
বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে।
বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে ডব্লিউএমও নামে আঞ্চলিক কমিটির একটি প্যানেল।
এর মধ্যে আছে ওমান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত।
২০১৮ সালে নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকার সময় ১৩টি দেশ ১৩টি করে নাম দেয়। এবার ‘রেমাল’ শব্দটি ওমান থেকে নেওয়া হয়েছে। রেমাল একটি আরবি শব্দ। যার অর্থ ‘বালু’।
ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিস বলছে, প্রতিনিয়ত এর গতিপথ পরিবর্তনের ধারা লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে। নির্দিষ্ট করে বলা যাবে না।
তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সেই সময় স্পষ্টভাবে বলা যাবে, এটা কোন এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে।
ধারণা করা হচ্ছে, ২২ মে লঘুচাপ তৈরি হয়ে ২৩ বা ২৪ মে-র মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ২৪ মে রাতে বা ২৫ মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
