ওমানে থাকা বাংলাদেশিদের জন্য বড় ছাড়ের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে দানাত আল উকবা নামের বিন সেলিম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
শুক্রবার ১০ নম্বর মাবেলা সানাইয়া এলাকায় আল মাহা পেট্রোল পাম্পের পাশে এই শো-রুম উদ্বোধন করা হয়।
এসময় শোরুমের ইলেক্ট্রনিক, স্যানেটারি ও আবাসনের সকল পণ্য কেনাকাটায় প্রবাসীদের জন্য বিশেষ মূল্যছাড়ের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এনামুল হক।
ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এসময় অন্যান্যের মধ্যে ব্যবসায়ী নূর খালেক শহীদ, এনবিএ জেনারেল ট্রেডিংয়ের রিসিপশনিস্ট মোহাম্মদ নাছের, দানাত আল ওকবা ট্রেডের ম্যানেজার হাফেজ মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী ছাড়াও স্থানীয় ওমানি স্পনসর উপস্থিত ছিলেন-
এদিন খতমে কোরআন পরবর্তী দোয়া এবং কেক কাটাও ছিলো অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ। চলমান অন্যান্য কার্যক্রমের ধারায় নতুন এই প্রতিষ্ঠানও ওমান প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা আয়োজনে অংশ নেওয়া প্রবাসীদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
