মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ৩ দিনের ওমান সফরে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার আল বারাকা প্যালেসে মহাসচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান ওমান সুলতান।
এসময় শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ওমান ও জাতিসংঘের সম্ভাব্য করনীয় এবং প্রচেষ্টার বিষয়ে আলাপ করেন মহাসচিব ও সুলতান হাইথাম।
এর আগে মঙ্গলবার মাস্কাট বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘ মহাসচিবকে বরণ করেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি শেখ খলিফা বিন আলি আল হার্থি।
এসময় মহাসচিবের সফরসঙ্গী ছাড়াও ওমানের উর্ধ্বতন কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যদিও কুয়েত সফরে থাকায় এদিন সুলতানের দেখা পাননি আন্তোনিও গুতেরেস। সেই অপেক্ষা ফুরোলো বুধবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
