মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবৈধভাবে গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসা করার দায়ে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশের একটি আদালত ।
জানা গেছে, এক সৌদি নারী নিজের নামে প্রবাসী বাংলাদেশিকে গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসা করার উপায় বের করেন। অভিযুক্ত ওই সৌদি নারীর সাথে তার আইনি প্রতিনিধিরাও রয়েছে।
এর আগে, আদালতের রায়ে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ, বাণিজ্যিক রেজিস্ট্রার প্রত্যাহার ও আইন লঙ্ঘনকারীদের উপর জরিমানা আরোপ করে। একই সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশি নাগরিককে নিজ দেশে প্রত্যাবাসনেরও নির্দেশ দেওয়া হয়।
এদিকে, গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসাটি প্রবাসী বাংলাদেশির কিন্তু মালিকানা ছিল সৌদি নারীর নামে। নিজের নামে মালিকানা রাখার বিনিময়ে ওই সৌদি নারী প্রবাসীর কাছ থেকে অর্থ আদায় করতেন। সৌদি আরবে এই ধরনের অপরাধকে তাসাত্তুর বলা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
