মানব সৃষ্টির আগে আল্লাহর সৃষ্টি করেন ফেরেশতা ও জিন। ইবলিস জিন জাতির সদস্য ছিল।
ইবলিসকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছিল; থাকত ফেরেশতাদের সঙ্গে। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত-বন্দেগি করত। আল্লাহর সৃষ্টিতে তার ইবাদত নিয়ে আলোচনা হতো।
আল্লাহ তায়ালা দুনিয়ায় তাঁর প্রতিনিধি বানাতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির প্রথম পুরুষ আদম (আঃ)–কে সৃষ্টি করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সেজদা করার। ফেরেশতারা আল্লাহ তায়ালার আদেশ পালন করেছিলেন। তবে ফেরেশতাদের দলে থাকা ইবলিস সেজদা করল না।
ইবলিস সেজদা না করে আল্লাহর আদেশের অবাধ্য হয়েছিল। অহংকার দেখিয়ে সে বলেছিল, ‘আমি আগুনের তৈরি আর আদম মাটির।’ আল্লাহ তখন তাকে জান্নাত থেকে বের করে দেন। অবাধ্যতা, অহংকার আর কুযুক্তি ইবলিসের পতন ডেকে এনেছিল।
আল্লাহ তায়ালা বললেন, ‘তুমি এখান থেকে নেমে যাও, এখানে থেকে অহংকার করবে এ হতে পারে না। সুতরাং বের হয়ে যাও, তুমি তো অধমদের একজন।’ (সুরা আরাফ, আয়াত: ১৩)
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
