ঝালকাঠির নলছিটিতে যৌতুকের দাবিতে প্রবাসী স্ত্রী নাছিমা বেগমকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছেন তার প্রবাসী স্বামী মো. রানা। গতকাল শনিবার রাত ১০ টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রবাসী স্ত্রীর ওপর নির্যাতন করা হয়। আহত নাছিমাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আহত নাছিমার বড় ভাই আলা উদ্দিন হাওলাদার।
রবিবার বিকেল ৪টায় গুরুতর আহত নাছিমাকে উন্নত চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিন ভবানীপুর গ্রামের তৈয়ব আলী হাওলাদারের প্রবাসী মেয়ে নাছিমা বেগমের সঙ্গে একই ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মো. আনোয়ার হাওলাদারের ছেলে মো. রানার প্রেমের সম্পর্ক হয়। পরে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর নাছিমা বেগম তার স্বামী রানাকে প্রবাসে নিয়ে যান। সেখান থেকে তারা ছুটিতে গত মাসের ১০ তারিখ দেশে আসেন।
বাড়িতে আসার পর রানা তার স্ত্রী নাছিমার কাছ থেকে নতুন ঘর নির্মাণের কথা বলে ৬ লাখ টাকা নেন। এরপর আবারও টাকা চাইলে নাছিমা তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রানা ও তার পরিবারের লোকজন শনিবার রাত ১০টা থেকে নাছিমাকে বেধড়ক মারধর শুরু করে। ভোর ৪টা পর্যন্ত নাছিমাকে ঘরে আটকে নির্যাতন করা হয়। এ সময় ফ্রিজে বরফ জমানো পানির বোতল দিয়ে তার মেরুদন্ডে আঘাত করা হয়।
নাছিমার ভাই আলাউদ্দিন বলেন, ‘আমার বোনকে প্রবাসে থাকাকালীন সময়েও বিভিন্নভাবে অত্যাচার করতো রানা। বোনের টাকা পয়সা নিয়ে যেত। জমি ও নতুন ঘর নির্মানের কথা বলে দেশে এসেও যৌতুক হিসেবে একবার টাকা নিয়েছে কিন্তু রানা কোনকিছুই করেনি। এখন আমার বোনের ব্যাংক একাউন্টে কিছু টাকা আছে, সেই টাকা আত্মসাত করার জন্য আমার বোনের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘শনিবার আমার বোনকে মেরে তারা আটকে রাখে। পরে সে বাথরুমে যাওয়ার কথা বলে কোনরকম রাস্তায় এসে এক রিকশাওয়ালার সহায়তায় আমাদের কাছে পৌঁছায়। তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমার বোন এখন ব্যথায় কাতরাচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।’
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ‘এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর স্বামী মো. রানা থানা পুলিশের হেফাজতে আছে। এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
