একলাখ টাকা দিয়ে ওমানের ১০০ বাইজার ১৪ টি নোট বা ১ রিয়ালের চেয়ে কিছু বেশি মুদ্রা কিনে প্রতারিত হয়েছেন এক ব্যক্তি। যে মুদ্রার বাংলাদেশি মূল্য পাঁচশ টাকারও কম প্রতারকচক্রের খপ্পরে পড়ে তা ওই ব্যক্তি কিনেছেন লাখ টাকা দিয়ে। যদিও অভিযোগ দায়েরের পর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২০টি ওমানি নোট, প্রতারণা কাজে ব্যবহৃত একটি গাড়িসহ নগদ ২১ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিদেশি মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। সম্প্রতি এক ভুক্তভোগী টাকা রাখার জন্য ব্যাংকে যান। রাস্তায় একজন অজ্ঞাতনামা সিএনজি চালক তাকে ওমানের ১০০ বাইসার একটি নোট দিয়ে বলেন এটি তাকে এক বিদেশি লোক দিয়েছে।
এসময় সিএনজি চালকের থেকে ২টি নোট ৪০ হাজার টাকা দিয়ে কিনে নেয় অপর এক ব্যক্তি, এবং ব্যাংক থেকে ফেরত এসে বলেন তিনি ২৬ হাজার টাকা করে একেকটা নোট ভাঙ্গিয়েছেন। পরে আরও একজন একই কায়দায় সিএনজি চালকের থেকে নোট গুলি কিনতে চান।
একপর্যায়ে ভুক্তভোগী ১৪টি ওমানি নোট ১ লাখ ১৮ টাকায় দিয়ে কিনে নেয়। পরে অবশ্য বুঝতে পারেন অজ্ঞাতনামা সেই ব্যক্তিরা তার সঙ্গে প্রতারনা করেছে। অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে রাজধানীর ওয়ারী থানা পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
