অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিতে পারছে সৌদি আরবের নাগরিক এবং প্রবাসীরা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়ার টিকা গ্রহণের মাধ্যমে সৌদি আরবে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর, সাধারণ মানুষকে বিনামূল্যে ফাইজার এবং বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়েছে দেশটিতে।
আরো পড়ুনঃ ওমান ঘুরে বেড়ানো সেই তারকা দম্পতির সংসারে ভাঙ্গন
টিকা পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোট তিন ধাপে দেওয়া হবে করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে ৪০ থেকে ৬৫ বছর, দ্বিতীয় ধাপে ৩০ থেকে ৪০ বছর এবং শেষ ধাপে বাকিদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী দেশটির নাগরিক এবং প্রবাসী সবাই বিনামূল্যে টিকা পাবেন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
https://www.youtube.com/watch?v=r9vtD-1CbG8
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
