ওমানে করোনা মহামারি প্রতিরোধে ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া শুরু করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে বয়স্ক ও শিশুসহ যারা করোনার বেশি ঝুঁকিতে রয়েছে তাদের ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া শুরু করা হয়েছে। সরকার সকল নাগরিকদের এই টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ওমানের সংক্রামক রোগ বিভাগের প্রধান ড. ফাতিমা আল ইয়াকবি বলেন, “আমরা মৌসুমি ইনফ্লুয়েঞ্জার বিস্তার কমাতে এই টিকা প্রদান করা শুরু করেছি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটি একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন। যা বর্তমানে ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে।
দেশটিতে উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের এই টিকা প্রদান করা হবে। তিনি আরো বলেন, ইনফ্লুয়েঞ্জার টিকা করোনা সংক্রমণ রোধে দেওয়া হচ্ছে না। তবে এই টিকা করোনা প্রতিরোধে কিছুটা কাজ করবে বলেও মনে করেন তিনি।
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন বর্তমানে দেওয়া হবে ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত, হৃদরোগ, কিডনি ও অন্ত্রের রোগীদের। গর্ভবতী মহিলাদের টিকাদান বাধ্যতামূলক নয়, তবে ইনফ্লুয়েঞ্জা এবং এর পরবর্তী জটিলতাগুলি এড়ানোর লক্ষ্যে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য কর্মীরা।
আরো পড়ুনঃ ওমান ঘুরে বেড়ানো সেই তারকা দম্পতি তমা মির্জার সংসারে ভাঙ্গন
এই ভ্যাকসিনটি প্রতি বছরই গ্রহণ করা উচিত বলে জানিয়েছেন ড. ফাতিমা। প্রতিটি টিকার মূল্য ওমানের বেসরকারি হাসপাতালে ৭ থেকে ১০ ওমানি রিয়াল খরচ পরবে। চলতি বছর ওমানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কিছুটা সঙ্কট রয়েছে বলে জানান তিনি। তবে কিছুদিনের মধ্যেই এই সঙ্কট কাটিয়ে উঠবে বলেও জানান সরকারি এই কর্মকর্তা।
আল ইয়াকুবি জানান, ওমানে ইনফ্লুয়েঞ্জা বেশি দেখা যায় সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত। তবে এই বছর ফ্লুটি তেমন দেখা যায়নি ওমানে। বিশ্বব্যাপী করোনা মহামারী নিয়ন্ত্রণের প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে এই ফ্লুর প্রভাব কমে এসেছে। বর্তমানে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের টিকা দেওয়ার গুরুত্ব সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন তাদের পরিবারকে টিকা দেওয়ার জন্য নিয়ে আসছেন বলেও জানান তিনি। সূত্রঃ টাইমস অব ওমান
https://www.youtube.com/watch?v=r9vtD-1CbG8
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
