ইসরাইলের বিপক্ষে যুদ্ধে যোগ দিতে বাংলাদেশ থেকে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের (চরমোনাই পীর)।
গাজায় ইসরাইলী আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে শুক্রবার (১০ মে) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তিনি।
ফয়জুল করীম বলেন, ‘ইসরাইলি পণ্য শুধু বয়কট নয়, বাংলাদেশে যেন সেই দেশের পণ্য ঢুকতে না পারে এমন আইন করুন। তবে বুঝব প্রধানমন্ত্রী ইসরাইলি আগ্রাসনের বিপক্ষে।’
‘ভারত ইসরাইলের পক্ষে, তাহলে তারা বাংলাদেশের বন্ধু হয় কি করে? শুধু ইসরাইল নয়, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ থেকে ইসরাইলের বিপক্ষে যুদ্ধের জন্য সেনা পাঠানোর আহ্বান জানিয়ে মুফতি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, ফিলিস্তিনিদের জন্য সাহায্য সংস্থা পাঠান।’
ইসরাইয়েলের বিপক্ষে আমরা যুদ্ধ ঘোষণা করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, যখনই সুযোগ হবে ইসরাইলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব।
এদিকে, আগামী শুক্রবার (১৭ মে) জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হবে।’ সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
