ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে দেওয়া একটি পোস্টে ‘লাইক’ দেওয়ায় পারভীন শেখ নামে এক স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৮ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পারভীন শেখ সোমাইয়া মুম্বাইয়ের একটি স্কুলের অধ্যক্ষ।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি সোশ্যাল মিডিয়ায় ‘হামাসপন্থী’, ‘ইসলামপন্থী’ ও ‘হিন্দুত্ববিরোধী’ লেখার প্রতি সমর্থন জানিয়েছেন। অথচ তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে রয়েছেন।
মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, পারভীন শেখের কর্মকাণ্ড স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সুতরাং গভীর উদ্বেগ ও সতর্ক বিবেচনার পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমাইয়া এক যুগ ধরে সোমাইয়া স্কুলে চাকরি করছেন। সাত বছর আগে তিনি স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।
লিংকডইনে দেওয়া তথ্য অনুযায়ী, সোমাইয়া ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন। কোচিং, মেন্টরিং, শিক্ষকদের কর্মজীবনে পেশাগত উন্নয়ন, পাঠক্রম ও কার্যকর শ্রেণিকক্ষ সাজানোর ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
