স্লোভাকিয়ায় ব্যাংকসহ স্কুল ও প্রতিষ্ঠানগুলোতে একদিনে এক হাজার ১০০টিরও বেশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
এতে দেশজুড়ে মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। এ ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
পুলিশের ডেপুটি চিফ রাস্তিসলাভ পোলাকোভিচ বলেছেন, বিশেষ করে গুরুতর অপরাধ হিসেবে সন্ত্রাসী হামলার এই কাজটি তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা বা ৬টা থেকে স্কুলগুলোতে ই-মেইল আসতে শুরু করে। প্রায় এক হাজারটি বোমা হামলার হুমকি স্কুলগুলোকে পাঠানো হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলো শতাধিক হুমকি পেয়েছে।
পুলিশ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, পুলিশ সম্পূর্ণ গতিতে কাজ করছে, স্কুলে নিরাপত্তা পরীক্ষা করছে এবং অপরাধীকে শনাক্ত করতে কাজ করছে। অপরাধীদের সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।
স্বশাসিত ব্রাতিস্লাভা অঞ্চলের মুখপাত্র লুসিয়া ফরম্যান জানিয়েছেন, দেশটি কয়েক ডজন স্কুলে বোমা হামলার হুমকি নথিভুক্ত করেছে।
তিনি বলেন, আমরা সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি, শিশুদের সরিয়ে নেয়া হয়েছে এবং পুলিশ ঘটনাটি মোকাবেলা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
