ওমানের কুরুমে নতুন সেবা কেন্দ্র চালু করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। নাগরিকদের ট্রাফিক সেবা, পাসপোর্ট এবং বাসস্থান সম্পর্কিত পরিষেবার জন্য নতুন এই কেন্দ্রটি চালু করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরওপি।
এখন থেকে প্রবাসী এবং নাগরিকদের ট্রাফিক অথবা রেসিডেন্স সেবার জন্য আজাইবা, আল খুদ, মাবেলা, আল আমরাত এবং কোরিয়াতের নিকটস্থ অন্য যে কোনও পরিষেবা কেন্দ্রগুলিতে যাওয়ার আগে কুরূম পরিষেবা কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আরওপি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
